EIIN : 131885
College Code : 3800 Gunagari (4392), Banskhali, Chittagong; 01818773408 (Principal), 01832370503 (Office)
Banskhali Degree College বাঁশখালী ডিগ্রি কলেজ Gunagari (4392), Banskhali, Chittagong
01818773408 (Principal), 01832370503 (Office); principal.bdc@gmail.com
অধ্যক্ষ্যের বাণী

    অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাঁশখালী উপজেলার প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যের ধারক ও বাহক বাঁশখালী ডিগ্রি কলেজে অপার সম্ভাবনাময় শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।   
    প্রিয় শিক্ষার্থীরা,
    শিক্ষা লাভের দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে তোমরা এসেছো জ্ঞান সমুদ্রের সংযোগস্থলে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানেই পরবর্তী জীবনের ভিত্তি রচিত হয়। একটি পরিকল্পিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমাদের  শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। তোমরা নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করে দৈনন্দিন পাঠ প্রস্তুত করবে আর প্রতিটি ক্লাস টেস্ট ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে, -এটাই আমার প্রত্যাশা। এছাড়া, সাংস্কৃতিক, ক্রীড়া, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে একবিংশ শতাব্দীর উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে - এটাও আমার লক্ষ্য। তোমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও প্রতিযোগিতামূলক দৃষ্টি ভঙ্গি বজায় রাখবে - এ বিশ্বাস আমার আছে।
    উজ্জ্বল ভবিষ্যতের যে স্বপ্ন নিয়ে তোমরা এ কলেজে ভর্তি হয়েছো আর সেই স্বপ্ন পূরণের যাত্রায় আমাদের  দিকনির্দেশনা পালন করবে- এটাই আমার কাম্য।
    সম্মানিত সহকর্মীবৃন্দ,
    বাঁশখালী ডিগ্রি কলেজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষালয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অকৃত্রিম সহযোগিতা, সমৃদ্ধ অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে নিয়মিত ও পরিকল্পিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সমস্ত সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনার‌ই শিক্ষার্থীদের আলোকবর্তিকা; আপনারাই পারবেন তাদের সুপ্ত প্রতিভাকে বের করে আনতে আর আপনাদের সঠিক দিকনির্দেশনায় তারা সঠিক পথ খুঁজে পাবে। তাই, বিগত দিনগুলোর মতো আপনারা নব উদ্যমে, নব প্রতিজ্ঞায় ও নব চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের সফল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার এই অভিযাত্রায় সার্বিক সহযোগিতা করবেন এবং কলেজের সার্বিক উন্নয়নে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করবেন।
    সুপ্রিয় অভিভাবকবৃন্দ,
    আপনাদের সন্তানদের পরিপূর্ণ বিকাশের জন্য পবিত্র দায়িত্ব দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। একজন শিক্ষার্থীর  শিক্ষা লাভের ক্ষেত্রে আমাদের সকলকে এক‌ই সুত্রে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আমাদের সাথে আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তান নিয়মিত কলেজে আসে কিনা, পড়ালেখা করছে কিনা বা পরীক্ষায় কেমন করছে - এ খবরগুলো আপনাকে নিতে হবে। আমাদের সাথে আপনারা নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন- এ প্রত্যাশা করি।প্রিয়  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,
    কলেজের যাবতীয় কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের কর্ম দক্ষতা ও বিশ্বস্ততায় কলেজের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপনাদের দায়িত্বশীল ভূমিকায় প্রতিটি দাপ্তরিক কাজ সুচারু ও সুন্দরভাবে সম্পন্ন হবে- এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।
    বাঁশখালী ডিগ্রি কলেজের সুনাম ধরে রাখার জন্য সকলের নির্মল সহযোগিতা, সুচিন্তিত মতামত ও অকৃত্রিম আন্তরিকতা একান্ত কাম্য।
    প্রত্যেক শিক্ষার্থীর জীবন আলোকিত হোক।
    প্রত্যেক অভিভাবকের আশা পূর্ণ হোক।
    (অবশেষে, এইটুকু বলতে চাই, শিক্ষার্থীদেরকে মানবিক, বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারী সকলের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য।একজন সমন্বয়কারী বা অধ্যক্ষ হিসেবে আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা থাকবে।)